বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগমারায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

বাগমারায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

Views

রতন কুমার,বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসন,রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল পৌনে সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি এবং পুস্পস্তবক অর্পন করা হয়েছে। এছাড়াও বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে সকাল নয়টায় আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধ্বনা প্রদান এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধ্বনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিমনার (ভুমি) নাহিদ হোসেন, বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, রফিকুল ইসলাম, রেজাউল করিম রুবল, সামসুল ইসলাম মাস্টার, আব্দুস সালাম প্রমূখ। এছাড়াও দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। এতে চারু, কারু ও স্থানীয় ভাবে উৎপাদিত শিল্প পণ্যের বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। অপরদিকে উপজেলার প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং হাসপাতাল, এতিমখানা, শিশুসদন ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Share This

COMMENTS