বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় গণমাধ্যম কর্মীদের নিয়ে সেমিনার

নেত্রকোণায় গণমাধ্যম কর্মীদের নিয়ে সেমিনার

Views
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ  নেত্রকোণায় ‘বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনাঃ গণমাধ্যমের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদফতর (পিআইডি)  এই সেমিনারের আয়োজন করে।
ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায়  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোণা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান, জাতীয় নাগরিক কমিটির নেত্রকোণা জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নাফিউর রহমান খান পাঠান। সেমিনারে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা, সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরন ও ন্যায্যতাভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
Share This

COMMENTS