বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

Views
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণার কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ এর সহযোগিতায় ব্যারিস্টার কায়সার কামাল এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি সব সময় জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে। তারন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণার্থেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, ৩০ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী প্রায় ৪ হাজার রোগীকে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যাবস্থাপত্র এবং ঔষধ ও চশমা বিনামূল্যে বিতরণ করেন। আর যারা চোখে ছানী পড়া রোগী তাদের তালিকা তৈরি করে তিনদিন পর ময়মনসিংহ নিয়ে বিএনএসবি হাসপাতালে অপারেশনের ব্যাবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পাঠান বাবুল,  আনোয়ার ইসলাম টুটন, এম এ মতিন, চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া, চেয়ারম্যান ওবায়দুল হক, নাজিম আহমেদ সাগর, সাবেক চেয়ারম্যান মোঃ রুবেল ভুঁইয়াসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Share This

COMMENTS