বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরলে ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী শাহিনুরকে আটক করেছে পুলিশ

বিরলে ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী শাহিনুরকে আটক করেছে পুলিশ

Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরল থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯০ বোতল ফেন্সিডিল, ১ টি মোটরসাইকেলসহ শাহিনুর ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম -সেবা এবং বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এর দিক নির্দেশনা ও তত্বাবধায়নে বিরল থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল রোববার দিবাগত রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ  সময় রাত পৌনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের বাবুল মিয়া এর বসত বাড়ীর খুলিয়ানের দরজার সামনে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নরোত্তমপুর গ্রামের আয়জুল ইসলাম এর ছেলে মাদক ব্যবসায়ী শাহিনুর ইসলামকে (৩২) আটক করে। এ সময় তার কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল ও ১ টি ১০০ সিসি লাল রংয়ের হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এঘটনায় শাহিনুর এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share This

COMMENTS