বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীতে নিয়ে যাবার পথে চুরি করা খনিজ বালি বোঝাই ট্রাক জব্দ,গ্রেফতার ১

রাজধানীতে নিয়ে যাবার পথে চুরি করা খনিজ বালি বোঝাই ট্রাক জব্দ,গ্রেফতার ১

২১ Views

সিলেট: রাজধানী ঢাকায় নিয়ে যাবার পথে চুরি করা খনিজ বালিবোঝাই ট্রাক জব্দ করে চালককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ট্রাক চালকের নাম আবুল হাসিম। সে নেত্রকোনা জেলার দুর্গাপূর উপজেলার নাগপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশ বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে থেকে ওই ট্রাক চালককে গ্রেফতার ও বালি বোঝাই ট্রাক জব্দ করে।
বুধবার সন্ধায় সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন। জেলা পুলিশ আরো জানায়, ইজারাবিহিন ধোপাজান চলতি নদী থেকে খনিজ বালি চুরি করে সড়ক পথে রাজধানী ঢাকায় নিয়ে যাবার পথে  বুধবার দুুরের দিকে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে থেকে  ট্রাক চালক আবুল হাসিমকে গ্রেফতার ও বালি বোঝাই ট্রাক জব্দ করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
এরপর আবুল হাসিমকে গ্রেফতার ও বিশ্বম্ভরপুরের চালবন্দ গ্রামের মৃত বাদশা মিয়া ছেলে খনিজ বালি চুরির হোতা জামাল উদ্দিনকে পলাতক আসামি দেখিয়ে থানার এসআই মনিরুল হক মুন্সী বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Share This