শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অন্তবর্তীকালীন সরকারের রেল উপদেষ্টার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন

অন্তবর্তীকালীন সরকারের রেল উপদেষ্টার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন

Views

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন, রেল ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ শুক্রবার দুপুরে পার্বতীপুরস্থ বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ে পশ্চিামাঞ্চলীয় জিএম মোঃ মামুনুল হক, রেলের অতিরিক্ত মহা পরিচালক আহম্মেদ মাহবুব চৌধুরী, যুগ্ম মহা পরিচালক লোকো মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, কেলোকা’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী’র চীফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমুখ। উপদেষ্টা ফাওজুল করিম খান সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে বলেন, বিগত সরকার রেলওয়ের অপ্রযোজনীয় খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় দেখিয়ে নিজেদের পকেট ভারী করেছে। যেমন, কর্নফুলী ট্যানেলে ১০ হাজার কোটি টাকা ব্যয় করা হলেও সেখানে সাধারন মানুষ চলাচল করেনা এবং ঢাকা-গোপালগঞ্জ রেল লাইন বসালেও কোন যাত্রী ওই রুট দিয়ে চলাচল করেনা। বর্তমান সরকার পূর্বের সরকারের ন্যায় রাষ্ট্রীয় অর্থ অপচয় করবেনা। পার্বতীপুর কেলোকায় জনবল সংকট কাটাতে তিনি আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদেরকে স্থায়ীকারনের মাধ্যমে এ সংকটের সমাধান করার আশ্বাস দেন।

Share This

COMMENTS