মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পত্নীতলায় আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষার্থী প্রেমিকযুগল আটক, কারাগারে প্রেরণ!

পত্নীতলায় আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষার্থী প্রেমিকযুগল আটক, কারাগারে প্রেরণ!

২১ Views
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে কলেজ স্টুডেন্ট প্রেমিকযুগলকে হাতেনাতে জনতা কর্তৃক আটকের পর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভুক্তভোগী কলেজ ছাত্রীর মাএ ঘটনায় বাদী হয়ে প্রেমিক ইমরান হোসেন (২০) বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন।
অনুসন্ধানে জানা যায়, প্রেমিক ইমরান হোসেন (২০) উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র। ইমরান কলেজ ছাত্র। প্রেমিকা ফারহানা খাতুন (১৭+) উপজেলার নজিপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী। সে নজিপুর পৌর এলাকার একটি ছাত্রীনিবাসে ভাড়া থাকতেন। এরই সুবাদে প্রেমিক-প্রেমিকার মধ্যে স্বাধীন ভাবে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ছে মোবাইল ফোন যোগাযোগ মাধ্যমে। আর ওই প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রলোভনে ফেলে প্রেমিকাকে কৌশলে ডেকে নিয়ে বিভিন্ন স্থানে আবাসিক এলাকার বাসায় তুলে নিয়ে একাধিক বার শারীরিক মেলামেশা করে আসছে প্রেমিক ইমরান। প্রেমিকা ফারহানার বাবার বাড়ি উপজেলার ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি গ্রামে।
পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান জানান, ‘প্রেমের সম্পর্ক জড়িয়ে অভিযুক্ত ইমরান একাধিক বার ধর্ষণ করে প্রেমিকাকে। এ বিষয়ে প্রেমিকা প্রাথমিক জবানবন্দি প্রদান করে পুলিশের নিকট। পরে ভুক্তভোগী কলেজ ছাত্রীর মা ১৫ নভেম্বর রাতে থানায় ধর্ষণের মামলা করেন।
ওসি আরও বলেন, ‘১৬ নভেম্বর বিকেলে যুগলপ্রেমের  ঘটনায় প্রেমিকার বয়স বিয়ের অপ্রাপ্ত হওয়ায় তাঁকেসহ আপত্তিকর অবস্থায় জনতা কর্তৃক আটকের জন্য অভিযোগের ভিত্তিতে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে শনিবার সন্ধ্যায় জেলা আদালতের বিচারক নওগাঁ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন আসামিদের।’
Share This

COMMENTS