বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পত্নীতলায় নিসচা’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

পত্নীতলায় নিসচা’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

৩৩ Views

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য সামনে রেখে ও ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই স্লোগানে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় মরহুমা জাহানারা কাঞ্চনসহ সকল নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পত্নীতলা উপজেলা কমিটির আয়োজনে উক্ত কর্মসূচি পালন করা হয়। উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড কার্যালয়ে এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- নিসচার পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, গণমাধ্যমকর্মি রবিউল ইসলাম, সংগঠনের অন্যতম সদস্য নাজমুল হক (নিকসন) প্রমুখ। এসময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS