বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে সোনালী ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন

ঘোড়াঘাটে সোনালী ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন

১০ Views

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে আজহারুল ইসলাম সাথী; দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। খাদ্য উদ্বত্ত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা । এই উপজেলা উৎপাাদিত মধ্যে ধান হচ্ছে অন্যতম। বর্তমানে উপজেলার বিভিন্ন মাঠে এখন রোপাআমনের সোনালী শীষ দোলা দিচ্ছে। সোনালী ধানের শীষ ভরে গেছে উপজেলার মাঠে। দিগন্ত মাঠে সোনালী ফসলের প্রকৃতিক সৌন্দর্য্যকে আরো বিকশিত করে তুলছে। কৃষকের আগামী সোনালী স্বপ্œ লুকিয়ে আছে সোনালী ধানক্ষেতের মাঝে। রোপাআমন ধানের প্রতিটি শীষে যেন কৃষকের জীবনের স্বপ্ন ভবিষ্যৎ নির্ভর করছে । সরেজমিনে দেখা যায় এই উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা বিস্তীন মাঠে জুরে এখন রোপা আমন ধান গাছের শীষের প্রাচুয্যে সোনালী সমারোহ। উপজেলার মাঠ জুরে নজর কারছে রোপাআমন ক্ষেত। চারদিকে নয়নভিরা দৃশ্য এর মধে সোনালী ধানের শীষ ঝলমল করছে সোনালী মাঠের পর মাঠ। কয়েক দিন পরেই কৃষকের রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষকের শুন্য গোলা। পশাপাশি কৃষকের মুখে ফুটবে হাসি তবে কিছু কিছু আগাম জাতের ধান কাটা মারাইয়ের কাজ শুরু হয়েছে। দিনের পরই তাদের স্বপ্নের ফসল ঘড়ে উঠবে এমন আশায় মনে দোলা দিচ্ছে অনাবিল আন›ন্দ। রোপা আমনের বাম্পার ফলনের কৃষকের মৃখে হাসির ঝিলিক। ফলন ভালো হওয়ায় কৃষকেরা আশাা করছে ভালো দামের। এবছর আবহাওয়া অনুকুলে থাকায় ফসল ভালো হয়েছে। কশিগাড়ী গ্রামের মোঃ জাহিদুল ইসলাম ও রামেশ্বরপুর গ্রামের সালাম জানান, এইবার ধানের রোগবালাই অনেক কম ছিলো। আবহাওয়া ভালো ছিল, ধান কাটা পর্যন্ত এমন আবহাওয়া থাাকলে বাম্পার ফলনের আশা করছে। বর্তমানে ধানের বাজার ভালো আছে। আশা করছে দুই-চারদিনের মধ্যে আগাম জাতের ধান কাটাম্ড়াায়ের কাজ পুরে দমে শুরু হবে। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Share This

COMMENTS