বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্রে করে আদালতে সাক্ষী দেয়ার পর প্রতিপক্ষে হামলা আহত ১জন 

পার্বতীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্রে করে আদালতে সাক্ষী দেয়ার পর প্রতিপক্ষে হামলা আহত ১জন 

১০৬ Views

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজান ঃ দিনাজপুরের পার্বতীপুরে আদালতে সাক্ষী দিতে গিয়ে বাদী উপর হামলা করেন আসামীরা, এতে গুরুতর অবস্থা সামছুল হক ১ ব্যাক্তি দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন মৃত্যুর সাথে পাঞ্জালরছে। এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর/২৩ সালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পার্ব৩ীপুর উপজেলা ভবানীপুর পান্থাপাড়া গ্রামের মবার উদ্দীনের ছেলে সামছুল হকের গাছ কাটাকে কেন্দ্র করিয়া মারপিঠের ঘটনা ঘটে। পরবর্তীতে পার্বতীপুর মডেল থানায় ১১ জনকে আসামী করে বাদী সামছুল হক আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং জি.আর ৩১৫/২৩। এই মামলায় দিনাজপুর আদালতে ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে সাক্ষী দিতে গিয়ে গত ৪ নভেম্বর/২৪ বেলা ১.১৫ মিনিটে সময় সাক্ষী দিয়ে আদালত হতে বাহির আদালত চত্ত¡রে আসামীরা শামছুল আলম, রোস্তম আলী, ও জাহের সর্দার উপর অতর্কীত হামালা চালান। আসামীরা সাক্ষীদের গতিরোধ করে ১। ইউনুস আলী (৫৮), ২। জোবায়ের হোসেন (৩৬), ৩। এরশাদ আলী (৩৮), ৪। ইউসুফ আলী (৫৬), ৫। শাহদৎ হোসেন সোহাগ (২৫), ৬। অজ্ঞাত ১০/১২ জন মিলে হত্যার উদ্দিশ্যে হাতে থাকা রড দিয়ে শামছুলের মাথায় এলো-পাতারী মারপিঠ করে গুরুতর জক্ষম করেন। পরবর্তীতে আদালত চত্ত¡রে থাকা লোকজন সাক্ষী সামছুল হক সহ ৩ জনকে ঘটনাস্থল হতে গুরুতর অবস্থায় উদ্ধার করে আদালতে নিলে আদালতের ম্যাজিষ্ট্রেট চিকিৎসার জন্য সাক্ষীদের হাসপাতালে পাঠায় এবং রুগীর সুস্থ্য হলে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে জানান। হামলাকারী ইউনুস আলী, ইউসুফ আলী ও এরশাদ আলী গং বাহিনী ইতিপূর্বেও সামছুল আলমের উপর একাধিকবার হামলা চালিয়ে আহত করেছেন বলে জানান ভূক্তভূগিরা। এই বিষয়ে এরশাদ আলী সাথে যোগাযোগ করা হলে তাদের সাথে মামলার চলছে বলে তিনি স্বীকার করেন তবে ঘটনাস্থল হতে আমি আগেই চলে আসছি।

Share This