ধামইরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মত বিনিময়
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সন্ধ্যা ৭ টায় জামায়াতে ইসলাম ধামইরহাট শাখা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট প্রেসক্লাব, ধামইরহাট উপজেলা প্রেসক্লাব এবং ধামইরহাট মডেল প্রেসক্লাব এর নেতৃবৃন্দ সহ সাংবাদিকগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা (পশ্চিম) আমির ইঞ্জিনিয়ার এনামুল হক বিউটি। এ সময় প্রধান মেহমান ইঞ্জিনিয়ার এনামুল হক বিউটি বলেন, “ফ্যাসিবাদ সরকারের অপকর্মের কথা ভুলে গিয়ে এখন থেকেই সত্য কথা প্রকাশ করতে হবে। ” তিনি আরও বলেন, “নিজের থেকে পরিবর্তন শুরু করি, ব্যক্তি ও রাষ্ট্রের সম্পদ রক্ষা করি, সত্যকে সত্য বলি, তবেই পরিবর্তন সম্ভব। ” ১নং ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের আমির মাও:আব্দুল কাহার সিদ্দিকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন নওগাঁ জেলা ওলামা বিভাগের আমির সহ: অধ্যাপক একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা আমির মাও: কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাও: আতাউর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসা, ১নং ইউনিয়ন আমির মাও: ইউনুছার রহমান প্রমূখ। এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মত বিনিময় সভায় সাংবাদিক পেশার বিভিন্ন সুবিধা ও অসুবিধা তুলে ধরে বক্তব্য প্রদান করেন ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাবেক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম,এ,মালেক,সম্পাদক আবু মুসা স্বপন, সহ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ। উপস্থিত ছিলেন সাংবাদিক প্রভাষক আবু বয়ান মুহাম্মদ আব্দুজ জাহের, নুরুল ইসলাম, রেজুয়ান হোসেন, শহিদুল ইসলাম, উজ্জল হোসেন,মুমিনুল ইসলাম, রুবাইয়াত হোসেন প্রমূখ।