শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পত্নীতলায় আলোচিত সুমন হত্যার প্রধান আসামি বুলবুল আটক

পত্নীতলায় আলোচিত সুমন হত্যার প্রধান আসামি বুলবুল আটক

Views
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):  বহুল আলোচিত ও চাঞ্চল্যকর নওগাঁর পত্নীতলায় তরুণ ব্যবসায়ী সুমন হোসেন (২৪) এর হত্যার প্রধান আসামি বুলবুল ইসলাম (৩৩) কে আটক করছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে জেলা পুলিশের সদস্যরা আসামি বুলবুলকে আদালতে হাজির করে। এর আগে পুলিশ আসামিকে তথ্য ও প্রযুক্তির উৎকর্ষ ব্যবহার করে রাজধানীর ঢাকাতে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হন। পুলিশ সূত্রে জানা যায়, আসামি বুলবুল এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে জিজ্ঞাসাবাদ করছেন ও বিচারকের নিকট রিমান্ড চাইবেন।
উল্লেখ্য রোববার (১৭ নভেম্বর) সুমন হোসেন জেলার পার্শ্ববর্তী উপজেলার মহাদেবপুর থেকে ঋণ পরিশোধ করার লক্ষে ১০ লাখ টাকা নিয়ে সিএনজি যোগে ফেরার পথে পত্নীতলা উপজেলায় নাদৌড় মোড় এলাকায় ছিনতাইকারীরা ধাওয়া দিয়ে টাকা এবং মোবাইল ছিনতাই করে তাকে (সুমনকে) গাছে ঝুঁলিয়ে রেখে পালিয়ে যায়।
নিহত সুমন হোসেন নজিপুর বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার দোকানের সত্ত্বাধিকারী ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পত্নীতলা উপজেলা শাখার সদস্য এবং নজিপুর সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি জেলার মহাদেবপুর উপজেলার উত্তর বিলছাড়া গ্রামে।
তাঁকে পরিকল্পিত হত্যার পূর্বে ছিনতাইকারীরা যখন ধাওয়া করে তখন সুমন হোসেন তার নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে ৫.৪৭ মিনিট লাইভ করেন। সেখানে সুমন হোসেন বলেন, ‘আমাকে কেউ বাঁচান! ওরা আমাকে মেরে ফেলল।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান জানান, ‘এ ঘটনায় নিহত সুমনের বড় বোন মৌসুমি আক্তার বাদী হয়ে ১৮ নভেম্বর রাতে উপজলার গাহন গ্রামের আব্দুল করিমের ছেলে বুলবুল ইসলাম (৩৫) সহ অজ্ঞাত আরো ৯/১০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
Share This

COMMENTS