শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক এমপি কালাম গ্রেপ্তার হওয়ায় তাহেরপুর পৌরসভায় পটকা ফুটিয়ে আনন্দ মিছিল

সাবেক এমপি কালাম গ্রেপ্তার হওয়ায় তাহেরপুর পৌরসভায় পটকা ফুটিয়ে আনন্দ মিছিল

৪১ Views

নাজিম হাসান,রাজশাহী :
রাজশাহীর বাগমারায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা ও গুলি করে হত্যার টেষ্টা মামলায় রাজশাহী-৪ বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২ অক্টোবর) রাতে রাজধানীর মরিপুর এলাকা থেেক তাকে গ্রপ্তোর করা হয়। রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেেক পাঠানো এক সংবাদ বজ্ঞিপ্তেিত এ তথ্য জানানো হয়েছে। অপরদিকে,সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ গ্রেফতার হওয়ার খবরে তাহেরপুর পৌরসভায় পটকা ফুটিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। এলাকাবাসি সুত্রে জানাগেছে,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে আবুল কালাম আজাদ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে বিজয়ী হন। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে তিনি এমপি পদ হারান। এর আগে, ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা তিনবার তাহেরপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার বাবার নাম মৃত মেছের আলী। তার গ্রামের বাড়ি তাহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড জামগ্রামে। এদিকে, সাবেক এমপি কালাম ঢাকা থেকে গ্রেফতার হওয়ার খবর বিভিন্ন অনলাইন পত্রিকাসহ সোসাল মিডিয়ার মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে বাগমারার তাহেরপুর পৌরসভার হরিতলা চার রাস্তার মোড়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আতসবাজি ও পোটকা ফুটিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে মিষ্টি বিতরন করা হয়।

Share This