বাগমারায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাজিম হাসান,রাজশাহী থেকে :
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা বিএনপির নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেল পাঁচ টার সময় ভবানীগঞ্জ আলুহাটি থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করেন। র্যালীটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে আলুহাটিতে একটি আলোচনা সভায় আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে ও বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের পরিচালায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আবদুর রাজ্জাক,তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, তাহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, ভবানীগঞ্জ পৌর বিএনপি সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, চেয়ারম্যান মোশারফ হোসেন, চেয়ারম্যান হাবিবুর রহমান হবির, চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সালাম পারভেজ প্রমুখ। এ সময় বক্তারা বলেন,১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। ঐতিহাসিক (০৭ নভেম্বরে) সিপাহী, জনতা অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ শাসনের দায়িত্ব দেয়। আজ আমরা স্বাধীনভাবে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারছি। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন জনগণের রায়ে বিজয়ী হওয়ার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।