বীরগঞ্জে আসন্ন শাদরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হল রুমে আসন্ন শারদীয় দুর্গোৎসবের মতবিনিময় সভায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী সভাপতিত্বে বক্তব্যে রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ-জোনালের ডিজিএম ফেরদৌস আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,বীরগঞ্জ থানার ওসির প্রতিনিধি এস আই রাজিউর রহমান, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সত্যজিৎ রায় কার্তিক, মোঃ তহিদুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, মোঃ আনিসুর রহমান আনিস, মোঃ রাজিউর রহমান রাজু, মোঃ জাকির হোসেন রাজা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মহেশ চন্দ্র রায়। অনুষ্ঠানে একটি পৌরসভা ও উপজেলার ১১ টি ইউনিয়নের ১৬০ টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি- সম্পাদকগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,সম্প্রীতির বড় বন্ধন এই বাংলাদেশে অতীতকাল থেকে সু সংগঠিত। এই উৎসবটি আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করতে পারি তার জন্য এই আয়োজন। এইজন্য আমাদের সবাইকে আইনশৃঙ্খলার সহযোগিতা পাশাপাশি আন্তরিকতার পরিচয় বহন করতে হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা আওতাভুক্ত ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। দল মত নির্বিশেষে লোকাল গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিরাপত্তা মূলক কমিটি গঠন করতে হবে। নতুন প্রেক্ষাপটে বাংলাদেশে সজাগ থাকতে হবে কেউ যেন সুযোগ নিতে না পারে। আমাদের কোন লেভেলে কোন ঘাটতি থাকলে সেটি আপনারা জানাবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা সার্বজনীনভাবে দেখতে চাই। প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে। আমরা কোন সংখ্যালঘু হিসেবে নই, বাংলাদেশী হিসেবে ও বীরগঞ্জ উপজেলা বাসি হিসেবে উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসবকে সাফল্য মন্ডিত করতে পারি তার জন্য কোন আন্তরিকতার ঘাটতি না থাকে।পরে বীরগঞ্জ উপজেলার প্রতিটি মণ্ডপের জন্য ৫শ’ কেজি করে মোট ৮০ টন চালের ডিও প্রদান করা হয়।