সোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মেইন গেটে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মেইন গেটে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

১১ Views

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কারণে চৌহাটি গ্রামের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের নামে মিথ্যা আশ্বাসে ক্ষুদ্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল রোববার সকাল ১০টায় বড়পুকুরিয়া কয়লা খনির মেইন গেটের সামনে জীবন ও বসত ভিটা রক্ষা কমিটির সভাপতি মোতালেব মতিয়ারের নেতৃত্বে ক্ষতিগ্রস্থ এলাকার প্রায় দেড় হাজার নারী পুরুষ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় ৪ দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন সভাপতি মোতালেব মতিয়ার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মোসলেমা খাতুন, আপন, মশিয়ার রহমান প্রমুখ।
দাবীগুলো হচ্ছে, পূর্বের প্রতিশ্রæতি অনুযায়ী ফাটা বাড়ীর ক্ষতিপূরণ দিতে হবে। ধোকাবাজি, মিথ্যা আশ্বাস দিয়ে চৌহাটি বাসীকে বোঝানো বন্ধ করতে হবে। কয়লাখনি প্রতিষ্ঠাকালীন সময় চৌহাটি এলাকাবাসির সাথে সমঝোতা চুক্তির ১০০% বাস্তবায়ন করতে হবে ও চৌহাটি গ্রামবাসির চলাচলের রাস্তা মেরামত করতে হবে। আগামী ৯ অক্টোবরের মধ্যে আমাদের ৪দফা দাবী মেনে না নিলে পরদিন থেকে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ঘেরাও করা হবে কয়লা খনি। এর দায়ভার কয়লা খনি কর্তৃপক্ষকে নিতে হবে। এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার জানান, জি.এম. এ্যাডমিন সাথে কথা বলেন, আমি ঢাকা মিটিং আছি।

Share This