শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

১১১ Views
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ জেলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে নওগাঁ জেলা দল বনাম দিনাজপুর জেলা দল অংশ গ্রহণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল ধামইরহাট উপজেলা এবং পৌর শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবার রহমান চৌধুরী চপল। খেলাটি উদ্বোধন করেন মো. মাহফুজুর রহমান চৌধুরী রুবেল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ও রাজশাহী বিভাগীয় ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. ফেরদাউস খান, সাবেক পৌর বিএনপির সম্পাদক রেজুয়ান হোসেন, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সংস্থার যুগ্ম সম্পাদক মো. মেহেদী হাসান, প্রধান শিক্ষক আব্দুল বারি পলাশ, ক্রীড়া সংগঠক মো. মিজানুর রহমান, কামরুজ্জামান, মাজেদুল ইসলাম, মনিরুজ্জামান লিটন, আহসান হাবিব, রবিউল ইসলাম, রজব আলী, মো. কাচু প্রমুখ। খেলাটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন। দুই বাংলার জনপ্রিয় ধারাভাষ্যকার খোরশেদ রায়হান বিভিন্ন ভাষায় ধারা বিবরণীর মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।
Share This