শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

৩৩ Views
পটুয়াখালী প্রতিনিধি।। শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রজকার্য্যবর শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৫০ তম তিরোভাব, শুক্লাদশমী ও ঝুলন পূর্নিমা উপলক্ষে পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘ এর আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পুরান বাজার আখড়াবাড়ি শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গন থেকে নানান ধরনের ঢোল বাধ্য সহকারে হাতি, ঘোড়া নিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়াবাড়ি শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। এ মঙ্গল শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন শ্রীগরু সঙ্ঘের পটুয়াখালীর সভাপতি এ্যাডভোকেট কমল দত্ত, সিনিয়র সহ-সভাপতি শংকর বণিক, সাধারণ সম্পাদক জগদীশ কর্মকার, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র সাহা ছোট্ট, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, কোষাধ্যক্ষ এ্যাড. অরবিন্দ নাগ, সিনিয়র সদস্য নিত্যানন্দ কর্মকারসহ অন্যান্য সদস্যবৃন্দ। আজ রবিবার শ্রী গুরু সঙ্ঘের ব্যবস্থাপনায় উক্ত আখড়াবাড়ি মন্দিরে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প এবং প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা-কলম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে  নিশ্চিত করেছেন শ্রী গুরু সঙ্ঘের সভাপতি এ্যাড. কমল দত্ত।
Share This

COMMENTS