শিবপুরে সততা সংঘের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ
৪২ Views
শান্ত বণিক, নরসিংদী: নরসিংদীর শিবপুরে সততা সংঘের শিক্ষার্থীদের নিয়ে সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় শিবপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূর উদ্দিন মোঃ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন নরসিংদী জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বশিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর, গণমাধ্যমকর্মী ও উপজেলার বিভিন্ন হাইস্কুলের দুই শতাধিক শিক্ষার্থী।