রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলা এশিয়া ডায়াগনেষ্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ন মেডিসিন ও কেমিকেল রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা

ভোলা এশিয়া ডায়াগনেষ্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ন মেডিসিন ও কেমিকেল রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা

১০০ Views

ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর শহরের সদর রোর্ডের এশিয়া ডায়াগনেষ্টিক সেন্টারে গত বৃহস্পতিবার (২২ আগষ্ট) সন্ধ্যায় ভ্রম্যমান আদালতের অভিযানে ২য় ও ৩য় তলার ল্যাবের গুদাম থেকে ১০-১৫ বছরের পুরাতন মেয়াদ উত্তীর্ন বিপুল পরিমান মেডিসিন, কেমিক্যাল ও রিএজেন্ট উদ্ধার করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভুমি) মোহান্মদ আবুল হাসনাত। এই মেডিসিন রাখার দায়ে সদর মেডিক্যালের প্রশিকিউশনের ল্যাবের ম্যাজোরকে শতর্ক মুলক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এশিয়া ডায়াগনেষ্টিক সেন্টারের হাসপাতালসহ সকল বিভাগ পরিদর্শন করেন।পরিদর্শনে হাসপাতালে অপরিস্কার দেখতে পানএবং সেবা প্রার্থীদের বিভিন্ন অভিযোগ শুনেন,অভিযোগের ভিত্তিতে এশিয়া ডায়াগনেষ্টিক সেন্টারের কতৃপক্ষকে শতর্ক করেন। এই হাসপাতালে ১৯ আগস্ট ভুল চিকিৎসায় একজন প্রসূতির মৃত্যু হয়, তার ক্ষতিপুরন ভাবত ৫ লাখ টাকা জরিমানা দেন কতৃপক্ষ।

Share This