বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ার দুপচাঁচিয়ায়২ লক্ষ ৪৪ হাজার টাকার জাল নোটসহ রাসেল নামের এক যুবক গ্রেপ্তার।।

বগুড়ার দুপচাঁচিয়ায়২ লক্ষ ৪৪ হাজার টাকার জাল নোটসহ রাসেল নামের এক যুবক গ্রেপ্তার।।

১১৭ Views

বগুড়া জেলা প্রতিনিধি।।

বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০০ টাকা মূল্যমানের ২ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোটসহ রাসেল মন্ডল (৩০) নামে জাল টাকার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া ডিবি পুলিশের টিম গত শুক্রবার (০৭ই মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে বগুড়া দুঁপচাচিয়া উপজেলার পশ্চিম আলোহালী গ্রামের জনৈক মুনসুর রহমান এর বাড়ীর সামনে হেয়ারিং রাস্তার উপর থেকে দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে জাল টাকার ব্যবসায়ী রাসেল মন্ডলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ওই জাল টাকা উদ্ধার হয় বলে পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত রাসেল মন্ডল এর বিরুদ্ধে আদালতে ইতিপূর্বে ১৪ টি মামলা চলমান রয়েছে।

রাসেল মন্ডলের বিরুদ্ধে বগুড়া দুপচাঁচিয়া থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

Share This