শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামইরহাটে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ধামইরহাটে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪১ Views

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ধামইরহাট এমএম সরকারি ডিগ্রী কলেজ মাঠে ওই কলেজ শাখা ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম উৎসবমূখর পরিবেশে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধামইরহাট উপজেলা শাখার আহ্বায়ক মামুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, আব্দুর রউফ, ছাত্রনেতা ওমর ফারুক রোমন, নওগাঁ জেলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন সুজন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন জাবেদ, সদস্য সচিব আলতাব হোসেন, এমএম সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সোয়াইব হোসেন প্রমুখ। দেশের জনগণ এবং দলের প্রয়োজনে সকল লড়াই সংগ্রামে অতিতের ন্যায় রাজপথে ছাত্রদলের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান ছাত্রদল নেতাকর্মীবৃন্দ।

Share This