বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে যশোরে মশাল মিছিল অনুষ্ঠিত

দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে যশোরে মশাল মিছিল অনুষ্ঠিত

১৬ Views

ইয়ানূর রহমান : দেশব্যাপি ধর্ষণ, খুন, নারী-শিশু নির্যাতন, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাস ও দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতির প্রতিবাদে যশোরে মশাল মিছিল করেছে বাংলাদেশের বিপ্লবী  কমিউনিস্ট লীগের জেলা কমিটি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর শহরের নীল রতন ধর সড়কে দলটির জেলা  কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা সম্পাদক কমরেড তসলিম উর  রহমান। মিছিলে নেতৃত্ব দেন কমরেড তসলিম উর রহমান, কমরেড জিল্লুর রহমান ভিটু, শহর কমিটির সম্পাদক কমরেড শেখ আলাউদ্দিন, কমরেড হাবিবুর রহমান মোহন, সদর উপজেলার নেতা কমরেড শাহাবুদ্দিন বাটুল ও কমরেড পিল্টু।

সমাবেশে নেতারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র নিন্দা জানান এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানান। তারা জনসাধারণকে দুর্নীতি,  দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Share This