বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ২ দশক পর ট্রাফিক ব্যবস্থা চালু

ফুলবাড়ীতে ২ দশক পর ট্রাফিক ব্যবস্থা চালু

৪০ Views

বিশেষ প্রতিবেদকঃ যানজট নিরসন-সড়ক দুর্ঘটনা কমিয়ে আনাসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘ দুই দশক পরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে।২৫ ফেব্রুয়ারি(মঙ্গলবার)সকাল ১০টায় পৌর শহরের হানিফ কাউন্টারের সামনে এই ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাজেদুল ইসলাম।

প্রাপ্ত তথ্যে জানা গেছে,বিগত ২০০৪ সাল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় ও নিমতলা মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালু ছিল।সে সময় উল্লেখযোগ্য কারণ ছাড়াই ফুলবাড়ী শহর থেকে ট্রাফিক ব্যবস্থা প্রত্যাহার করা হয়।এরপরে আর কখনোই ফুলবাড়ীতে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়নি।
সময় যত গড়িয়েছে-যানবাহনো তত বেড়েছে।আঞ্চলিক সড়ক থেকে সড়কটি আঞ্চলিক মহাসড়কে রূপান্তর হয়েছে।ফলে গাড়ীর গতিও বেড়েছে।এদিকে বেপরোয়া নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের কারণে ফুলবাড়ীতে প্রায়সই ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে।এতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন।আহত হয়েছেন অনেকেই।

এদিকে দীর্ঘ ২দশক পর আবারও ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

Share This