শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে এমজেএসকেএস এর আয়োজনে সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

কুড়িগ্রামে এমজেএসকেএস এর আয়োজনে সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

১৭ Views
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর  ইউনিয়ন পরিষদ চত্বরে গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে। এমজেএসকেএস এর পাবলিক হেয়ারিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিপু রায়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলী, কুড়িগ্রাম সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, কুড়িগ্রাম সদর উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা  গোলাম মোস্তফা খান। কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল নারীর ক্ষমতায়ন কর্মসূচি ক্রিয়া প্রকল্পের আওতায় পাবলিক হেয়ারিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিদের যুব সমাজ কল্যাণ সমিতির প্রজেক্ট কো-অর্ডিনেটর লুৎফর রহমান, প্রজেক্ট অফিসার রত্না রানী, ফিল্ড ফেসিলেটর মাইদুল ইসলাম, দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, সময়ের কাগজ পত্রিকার সাংবাদিক গোলাম মোস্তফা, মুক্ত খবর পত্রিকার সাংবাদিক  বাবু, সাংবাদিক মাসুদ ও সিরাজুল প্রমুখ । অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ, কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এবং পাবলিক হেয়ারিং অনুষ্ঠানে সেবা গ্রহীতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Share This

COMMENTS