শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডে নূসাইবার রৌপ্য জয়। 

থাইল্যান্ডে নূসাইবার রৌপ্য জয়। 

১০ Views
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি  ১৩ ই ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়,”দ্বিতীয় এশিয়ান যুব জুজুৎসু প্রতিযোগিতা”-২০২৫। উক্ত প্রতিযোগিতায় এশিয়া মহাদেশের  ৩০ টি দেশের  ১১০০  প্রতিযোগী অংশগ্রহণ করে,  প্রতিযোগিতায় ফাইটিং সিস্টেমে অনূর্ধ্ব ১৪ +৫৭ কেজি ওজন শ্রেণীতে নূসাইবা তাসনিম রহমান বাংলাদেশের পক্ষে ১টি রৌপ্য পদক  অর্জন করে, নূসাইবা বাংলাদেশ জাতীয়  জুজুৎসু এসোসিয়েশনের যুগ্ন সাধারন সম্পাদক ও জাতীয় আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় মুক্তা আহমেদ এবং  নাজিবুর রহমান দম্পতির প্রথম সন্তান।নূসাইবা জাতীয় জুজুৎসু বিচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করেন নূসাইবা মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের  সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত এবং ঢাকা মিরপুরের বাসিন্দা   অনূর্ধ্ব ১৪ +৫৭ কেজিতে মাশরিফা নাজিয়ান মুগ্ধ ১টি তাম্র পদক অর্জন করে ও  শারমিনা বেগম চতুর্থ স্থান অর্জন করেন, ছেলেদের দো প্রতিযোগিতায় বাংলাদেশের লিখন সরকার ও তনয় কুমার সরকার ১টি তাম্র  পদক অর্জন করে। বাংলাদেশ জাতীয় জুজুৎসু দলের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম বিজয়িদের শুভেচ্ছা জানান এবং তিনি বলেন বাংলাদেশের লাল সবুজের পতাকার  পক্ষে আমাদের অ্যাথলেটরা যে বীরত্তের পরিচয় দিয়েছেন তা  অত্যন্ত  সম্মানের এবং গর্বের।
Share This

COMMENTS