শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমনিরহাট তারুণ্যের উৎসব বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ উদ্ধোধন

লালমনিরহাট তারুণ্যের উৎসব বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ উদ্ধোধন

২৯ Views
লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটে তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিসিক জেলা কার্যালয় লালমনিরহাটের আয়োজনে এ তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এ সময় লালমনিরহাটের স্থানীয় সরকার বিভাগ লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মেলা ১০ হতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। মেলার সময় প্রতিদিন দুপুর ২টা হতে রাত ৯টা পর্যন্ত। আলোচনা সভা প্রতিদিন দুপুর ৩টা হতে সন্ধ্যা ৫টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে রাত ৮টা পর্যন্ত।

Share This