শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজারহাটে জাতীয় শোক দিবস পালিত

রাজারহাটে জাতীয় শোক দিবস পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় শোকাবহ ১৫আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন গুলো দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে।

এউপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও নুরে তাসনিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস ছালাম চাষী,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম,উপজেলা যুবলীগ নেতা ছামিউল ইসলাম সহ অনেকে বক্তব্য দেন। পরে রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS