আদিতমারীতে বিদুৎ পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্য
১২ Views
লালমনিরহাট প্রতিনিধি। সোমবার ( ৩ ফেব্রয়ারী) আদিতমারী উপজেলার উত্তরপাড়া এলাকায় বিদুৎ পৃষ্ঠ হয়ে রেজা (২২) নামের এক যুবকের মর্মান্তিক দৃশে মৃত্য হয়েছে। দুপুর আনুমানিক ১২ টার সময় বাড়ীর বিদুৎয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। এমন সময় তার বাড়ীর লোকজন ও স্থানীয়রা আদিতমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্য ঘোষনা করেন। সে একজন দেড় বছরের সন্তানের পিতা।