শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাণীশংকৈলে তেল-গ্যাস, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ 

রাণীশংকৈলে তেল-গ্যাস, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি’র আয়োজনে তেল-গ্যাস, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ২২ আগষ্ট সোমবার আনুমানিক বিকেল ৩ টায় রানীশনকৈল বন্দর চৌরাস্তার মোড় থেকে মূল সড়কে উপজেলা বিএনপি’ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার হাতে বিক্ষোভ  মিছিল বের করে।

পরে পলাশ সিনেমা হল চত্বর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন – ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির মানব সম্পদ সম্পাদক এডভোকেট জয়নাল আবেদীন, জেলা যুবদলের সভাপতি আবু নূর, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপি নেতা শাহাদাৎ হোসেন, রানীশংকৈল পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, হরিপুর মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, রানীশংকৈল উপজেলা যুবদল সভাপতি মনিরুজ্জামান মনি, যুবদল নেতা মুনতাসীর রহমান মিঠু, রানীশংকৈল পৌর যুবদলের সভাপতি  মুক্তারুল ও সদস্য সচিব আক্তারুল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আওলাদ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলী।
২২৮ বার ভিউ হয়েছে
0Shares