শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াতী ইসলামীর চরিত্র আছে মুনাফেকি করা : রিজভী

জামায়াতী ইসলামীর চরিত্র আছে মুনাফেকি করা : রিজভী

৩৬ Views

নাজিম হাসান,রাজশাহী থেকে :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামীলীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিলো। বিএনপি সরকারের সময়ে তারা এই দেশে রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সব সময় দেখেছি এই দলটির অন্য কোনো বিষয় নাই, তবে একটা চরিত্র আছে সেটা হচ্ছে মুনাফেকি করা। যে দল ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছে, হত্যা করেছে নির্বিচারে, জামায়াত বলে বসলো তারা আওয়ামীলীগকে মাফ করে দেবে। ভারত এ দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি,তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। ভারত সব সময় মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে। এই করণেই তারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয়পাত্র মনে করে। শেখ হাসিনা ভারতে বসে অপতথ্য-অপপ্রচার চালাচ্ছে এটি করে কোনো লাভ হবে না। ছাত্র জনতার ঐক্যবদ্ধতার কাছে হার মানতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। গতকাল বুধবার বিকালে রাজশাহীর তাহেরপুর হাইস্খুল মাঠে পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাগমারা উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যাপক শহীদ আব্দুল ওয়াহেদ আলী মন্ডলের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন,বাংলাদেশের জন্য বিদ্যুৎ ভারতের ঝারখ্ন্ড থেকে বেশী দাম দিয়ে কিনেছে হাসিনার সরকার। তাই লাভের অধিক অংশ পেয়েছে মজিব পরিবারের সদস্যরা। রিজভী বলেন, আওয়ামীলীগের সময় সাধারন মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। মতের বাইর গেলে গুম, খুন করা হয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে মামলা দিয়েও হয়রানি করা হয়েছে। আমার বিরুদ্ধে তিন শতাধিক মামলা দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির অন্য নেতাদেরকেও চার শতাধিক মামলা দেওয়া হয়। রিজভী আরোও বলেন, অধ্যাপক মরহুম আব্দুল ওয়াহেদ আলীর কাছের লোক ছিলাম আমি। তাকে নির্মম ভাবে হত্যা করেছিলেন আওয়ামীলীগ দষরা। তারা একের পর এক বিএনপির নেতাদেরকে নির্মম ভাবে হত্যা করেছে সন্ত্রাসী বাহিনী দিয়ে। তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র, আ.ন.ম.সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও তাহেরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবুর পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডঃ মোঃ রফিকুল ইসলাম। বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবুল সইদ চাঁদ,সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ( ইশা), সদস্য সচিব মামুন অর রশিদ,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফাজ্জাল হোসেন তপু, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি.এম জিয়াউর রহমান,সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন প্রমুখ। উল্লেখ্য,বাগমারা উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যাপক মরহুম আব্দুল ওয়াহেদ আলী মন্ডলকে ২০০২সালের শুক্রবার সকালে তাহেরপুর পৌরসভার হাট থেকে বাজার করে বাড়ি ফেরার সময় তার নিজ বাড়ীর এক শ’হাত দুরে তারাপদ দাসের সাইকেল গ্যারেজের সামনে পুর্ববাংলা কমিউনিষ্ট পাটি এম এল লাল পতাকা (সর্বহারা) দলের ক্যাডাররা প্রকাশ্যে জবাই করে নির্মম ভাবে হত্যা করে পালিয়ে যায়।

Share This