শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে হত্যা আটক ১

ঘোড়াঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে হত্যা আটক ১

১২০ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধে জামাইয়ের জমিতে ধান রোপন করতে এসে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শশুর নিহত হয়েছে।

শুক্রবার (০৭ ফেব্রæয়ারী) বাদ জুম্মা ঘোড়াঘাট উপজেলার কৈইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মতিয়ার ১নং বুলাকীপুর ইউনিয়নের শৌলা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। মেয়ের ডাকে জামাই আনোয়ার হোসেনের বিরোধীয় জমিতে ধান রোপন করতে গিয়েছিলেন বৃদ্ধ মতিয়ার রহমান (৪৮)। জমিটি নিয়ে দীর্ঘদিন যাবত জামাই আনোয়ার হোসেনের সাথে চাচাতো ভাই বাবু মিয়ার বিরোধ চলে আসছিল । তবে ধানের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন বৃদ্ধ মতিয়ার। নিহতের পরিবার জানান, দুপুরে মেয়ে-জামাইয়ের বাড়ি একই ইউনিয়নের শাহপাড়া গ্রামে যান মতিয়ার রহমান। সেখান থেকে জামাইয়ের আবাদী জমি কৈইপাড়াতে যান ধানের চারা রোপন করতে। এমন সময় জামাইয়ের প্রতিপক্ষ বাবু মিয়া সহ তার ছেলেরা রাজু, আমিনুল, সাখাওয়াত ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে এবং মতিয়ারকে দা দিয়ে কুপিয়ে জখম করে।

ঘটনাস্থল থেকে রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মতিয়ারের। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারহান তানভীরুল ইসলাম বলেন, আমরা (মতিয়ার) কে মৃত্যু অবস্থান পেয়েছি। দুপুর ৩টার কিছু সময় পরে তাকে হাসপাতালে নিয়ে এসেছে পরিবারের লোকজন। নিহতের বাম পায়ে বেশ ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কয়েকটি চিহ্ন রয়েছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তথ্য উপাত্য সংগ্রহ করেছি। দুপুর ৩টার সময় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে এসেছিল।

লাশের ছুরত হাল রিপোর্ট তৈরী করা হয়েছে। নিহতের বাম পায়ে বেশ ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কয়েকটি চিহ্ন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত হওয়ার এক ঘন্টার মধ্যে প্রধান আসামি বাবুল আক্তার বাবুল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This