নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
২৬ Views
নওগাঁ প্রতিনিধি: ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নওগাঁর সাংবাদিকদের নিয়ে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) বৈকাল চার ঘটিকার দিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে সাংবাদিকদের নিয়ে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জেলার নবীন ও প্রবীণ সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিকদের মধ্যে দুইটি টিম গঠন করে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। ৪-১ গোলের ব্যবধানে সাংবাদিক সাদেকুল ইসলামের নেতৃত্বাধীন টিম বিজয় অর্জন করেন। পরে জেলা প্রশাসক আব্দুল আউয়াল সাংবাদিক সাদেকুল ইসলাম এবং সাংবাদিক মাহমুদ নবী বেলাল সহ কয়েকজন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন।