ধামইরহাটে ৩২৩ পরিবারে ৫৮ লক্ষাধিক টাকা ও সাড়ে ৩ হাজার পরিবারে শিক্ষাউপকরণ বিতরণ
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট শর্তসাপেক্ষে অতি দরিদ্র পরিবারে মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ১ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশনের ধামইরহাট এপি’র আয়োজনে ৩২৩টি অতি দরিদ্র পরিবারের গৃহিনীদের প্রত্যেকের মোবাইল একাউন্টে ১৮ হাজার টাকা করে মোট ৫৮ লক্ষ ১৪ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এসব টাকা বিতরণ করেন।
ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগাম অফিসের ভারপ্রাপ্ত এপি ম্যানেজার ডেনিশ তপ্নের সভাপতিত্বে এ সময় ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, সদস্য রেজুয়ান আলম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলামসহ বিকাশ প্রতিনিধি ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে ৩ হাজার ৪১৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রতিটি