শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক শওকত

নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক শওকত

১২৮ Views

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি এম.এইচ.এম জাহাঙ্গীর আলম ও শওকত ইলিয়াছ কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটানা বিকেল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির লাইব্রেরি কর্নারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার আব্দুর রশিদ-(১) ১৫ সদস্যর একটি কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে দেওয়ান মাহবুব আলী (সুজা) ও নজমুল ইসলাম কবিরাজ, সহ-সাধারণ সম্পাদক প্রশাসন পদে রেজাউল করিম-১ (ঝন্টু), সহ-সাধারণ সম্পাদক লাইব্রেরি পদে আবু বকর সিদ্দীক, সহ-সাধারণ সম্পাদক আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি পদে সাব্বির আহম্মেদ। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- এস.এম সরোয়ার হোসেন, জহুরুল ইসলাম-২, মো. জাহাঙ্গীর আলম-২, মমিরুল ইসলাম, নুসরাত ই আলম কেয়া, মো. আতিকুর রহমান, আল আমিন, এস এম জোবায়ের, তারেক হোসাইন এবং সাজেদুর রহমান-৩ (পরাগ)।

Share This