শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে শেরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি মানুষের মাঝে খাবার বিতরন

পার্বতীপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে শেরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি মানুষের মাঝে খাবার বিতরন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে শেরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ৫ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরন করেছে। বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ সোমবার বিকেলে ধাপের বাজার সমিতির কার্যালয়ে উপজেলার হামিদপুর ইউনিয়নের শেরপুর, পূর্বশেরপুর, পশ্চিম শেরপুর ও ধাপেরবাজার এলাকার মানুষের মাঝে এসব উন্নতমানের খাবার বিতরন করেন সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, সাধারন সম্পাদক আইনুল হক প্রমুখ।

সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান বলেন, প্রতিবারের মত এবারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বার্ষিকীতে উন্নতমানের খাবার গরীব মানুষের মাঝে বিতরন করা হয়েছে। এরআগেও এ সংগঠনটি শীর্তাত মানুষের মাঝে কম্বল, ঈদে সেমাই চিনি, করোনাকালীন সময়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরন করে।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares