সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামইরহাটে দুই মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে পুলিশ

ধামইরহাটে দুই মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে পুলিশ

১৩ Views

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত নেশা জাতীয় মাদকদ্রব্য টাইডল ট্যাবলেটসহ বিথী রানী (৪২) ও শান্তি পাল (৪৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। যার মূল্য ৮ হাজার ২০০ টাকা।
গ্রেফতারকৃতরা পৌরসভার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডের উত্তম কুমার আগারওয়ালার স্ত্রী বিথী রানী এবং একই এলাকার মৃত রতন পালের স্ত্রী শান্তি পাল। তারা উভয়েই দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় এলাকাসী। এবং ওই এলাকার মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত।
রোববার (২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে এগারোটার সময় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম।
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল বলেন, গতকাল শনিবার বিকেলে পৌরসভার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডের কুমারপাড়া এলাকায় কেন্দ্রীয় শিব মন্দিরের সামনে (হাটখোলা রোড) পাকা রাস্তার উপর কয়েকজন নারী টাপেন্টাডল গ্রুপের মাদকদ্রব্য টাইডল ট্যাবলেট বিক্রি করছে এমন সংবাদ পেয়ে অভিযানের সময় মাদকসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারের এক পর্যায়ে ওই দুই মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশী করে ৪১পিচ টাইডল ট্যাবলেট পাওয়া গেছে। এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত নেশা জাতীয় মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে তারা জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। ২ ফেব্রুয়ারী দুপুরে গ্রেফতারকৃত মাদকদ্রব্য আইনে মামলায় জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রেফতারকৃত ওই গৃহবধূরাসহ আরও কয়েকজন একে অপরের সঙ্গে যোগসাজশে কয়েক যুগ ধরে দাপটের সঙ্গে মাদকের ব্যবসা করে আসছে। তারা এও বলেন, এদের একচ্ছত্র মাদক ব্যবসার কারণে উপজেলার এবং এর আশপাশের নানান বয়সের ভ্যানচালক লেবার থেকে শুরু করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। শুধু তাই নয় নেশাখোরদের উৎপাতের কারণে বাড়ির গৃহবধূসহ ছেলেমেয়েরা ঘর থেকে বের হতে পারেনা। এ কারণে এই ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারের জোর দাবি জানানো হয়।

Share This

COMMENTS