শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মাদারীপুরে রাস্তা থেকে নারীর লাশ উদ্ধার

মাদারীপুরে রাস্তা থেকে নারীর লাশ উদ্ধার

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পদ্মাসেতুর অ্যাপ্রোচ রাস্তা থেকে মালঞ্চ বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে মাদবরচর ইউনিয়নের মোল্লারবাজার এলাকার সড়ক থেকে মরাদেহ উদ্ধার করা হয়।

ঢাকা পোস্টকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী।
নিহত মালঞ্চ বেগম শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার ইলিয়াস দেওয়ানের স্ত্রী।

স্হানীয়লোকজনের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে রাস্তার উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনেরা। পরে স্হানীয় লোকজনেরা ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনার বিবরণ জানান। এরপরে পুলিশ  গিয়ে মরদেহটি উদ্ধার করে। আরো বলেন,  তবে কিসে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঢাকা পোস্টকে জানান,নিহত নারী রাস্তা পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটনা ঘটে।তবে ঘটনা স্হান থেকে লাশ উদ্ধার করে পুলিশ  হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের লোকজন থানায় এসে লাশ শনাক্ত করেন।

৪২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS