বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে যমুনায় মিললো নিখোঁজ ছাত্রের মরদেহ

সিরাজগঞ্জে যমুনায় মিললো নিখোঁজ ছাত্রের মরদেহ

Views

সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জের বেলকুচির যমুনায় নিখোঁজ হওয়ার তিনদিন পর আবু বক্কার সিদ্দিক (১২) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মেঘুল্লা এলাকায় যমুনা নদীর শাখায় ভাসমান অবস্থায় তার মরদেহ ‍উদ্ধার করা হয়। নিহত আবু বক্কার সিদ্দিক চালা গ্রামের শাহীন আব্দুল্লাহর ছেলে ও চালা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক জানান, শিশু আবু বক্কার সিদ্দিক মাদ্রাসায় থেকে পড়াশোনা করতো। শুক্রবার (১৭ জানুয়ারি) মাদ্রাসা ছুটি থাকায় সকালে বাড়িতে আসে। বিকেলে রাতের খাবার নিয়ে বাই সাইকেলযোগে সে আবারও মাদ্রাসায় চলে যায়। এরপর থেকেই সে নিখোঁজ হয়।

 অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান না পেয়ে শনিবার (১৮ জানুয়ারি) তার বাবা শাহীন আব্দুল্লাহ বাদী হয়ে থানায় জিডি করেন। সোমবার সকালে মেঘুল্লা এলাকায় যমুনার শাখা নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরিদর্শক আব্দুল বারেক আরও বলেন, শিশুটির মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। সিসিটিভি ফুটেজে বাড়ি থেকে বাই সাইকেল নিয়ে যাওয়ার ছবি দেখা গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।###

Share This

COMMENTS