সিরাজগঞ্জে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি : শিশু ছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। রোববার সকালে সিরাজগঞ্জ শহর থেকে জুয়েল রানাকে গ্রেপ্তারের পর চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গত ১১ জানুয়ারি রাতে পুর্ব পরিচয়ের সুত্র ধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা শিশুটিকে যৌন নির্যাতন করে। এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার দু’দিন পর ১৩ বছর বয়সী শিশুটির বাবা জুয়েলের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। শিশুটি স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। তিনি আরো জানান, জুয়েল গা-ঢাকা দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহিস্কৃত এ নেতাকে গ্রেপ্তার করা হয়।