বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

গোলাপগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

১৭ Views

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে পুকুর থেকে আলাল উদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ৷ বৃদ্ধ আলাল উদ্দিন বাঘার ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের মৃত তমজিদ আলীর ছেলে।রোববার সকাল ১০টার দিকে বাঘা ইউনিয়নের আঙারকুরি হাওরের মাঝখানে লন্ডন প্রবাসী মুন্না মিয়ার বাড়ির পুকুর থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধের ছেলে মাহফুজুর রহমান জানান, আমার পিতা একজন মানসিক রোগী ছিলেন। আমার পিতা গত শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে বাঘা পরগনা বাজারে দেখি। এরপর থেকে তাকে খোঁজে পাইনি। রোববার সকালে লোকজন মারফত জানতে পারি আমার পিতা একটি পুকুরের পানিতে পড়ে রয়েছেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা জানান, পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

Share This