মধ্যনগরে বিদেশি মদসহদুই মাদক কারবারি গ্রেফতার
সিলেট : সিলেটের সুনামগঞ্জের মধ্যনগরে বিদেশি মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার বাহাদুরপুর গ্রামের বকুল মিয়ার ছেলে রবিন মিয়া ,সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেখইজোড়া গ্রামের মো. মালেকের ছেলে মো. বাবু মিয়া।
মঙ্গলবার মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকালে তাদের অপর তিন সহযোগি আরো কয়েকটি বিদেশি মদের বোতল নিয়ে কৌশলে পালিয়ে যায়।
ওসি জানান, মধ্যনগরের মাছিমপুর কালী মন্দিদের সামনে পুলিশী অভিযানে বিদেশি মদসহ রবিন ও বাবুকে থানা পুলিশ গ্রেফতার করে সোমবার বিকেলে। এ সময় তাদের হেফাজত থেকে মদ, ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়। মদ ও মোটরস্ইাকেলের মুল্য প্রায় ৮৫ হাজার ২’শ টাকা।
একই সময় বিদেশি মদ ক্রয় বিক্রয়কালে পালিয়ে যায়, মধ্যনগর উপজেলার দুগনই গ্রামের শফিক মিয়ার ছেলে বিপুল, তার সহোদর তৌফিক মিয়া, তাদের পিতা শফিক মিয়া।
মধ্যননগর থানায় রবিন, বাবুকে গ্রেফতার ও বিপুল, তৌফিক, শফিক মিয়াকে পলাতক আসামি দেখিয়ে পাঁচ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।