বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে চাকুরীচ্যুত হলেন  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 

সিরাজগঞ্জে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে চাকুরীচ্যুত হলেন  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 

৬০ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে অসাদাচরণ ও দুর্নীতির অভিযোগে চাকুরীচ্যুত হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত এক প্রধান শিক্ষক।
জানাযায়,সিরাজগঞ্জ  সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগৎগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ, ম, মাসুদ ইবনে তাহের অত্র প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালীন সময় বরাদ্দকৃত সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয়, বিদ্যালয়ের সম্পদ তছরুপ ও অসদাচরণের অভিযোগ উঠে। এসব অভিযোগ তদন্ত কমিটির নিকট প্রমাণিত হওয়ায় তিনি চাকুরীচ্যুত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ স্বাক্ষরকৃত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানাযায়, ওই শিক্ষকের বিরুদ্ধে সরকারি কর্মচারী ( শৃংখলা ও আপীল ) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) ও (ঘ) ধারা অনুযায়ী ‘ অসদাচরণ ‘ ও ‘ দূর্নীতিপরায়ন’ এর অভিযোগে অভিযুক্ত করে এ দপ্তরে গত ২২ আগষ্ট, ২০২৪ তারিখে জেপ্রাশিঅ/সদর/বিমা/২০২৪/১৮৯২/৫ নং স্মারকে বিভাগীয় মামলা করে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণের প্রেক্ষিতে তিনি লিখিত জবাব দাখিল করেন এবং ব্যক্তিগত শুনানি দিতে ইচ্ছা পোষণ করেন নাই।তার দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় বিভাগীয় মামলাটি অধিকতর তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি কর্তৃক তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত মর্মে মতামত ব্যক্ত করেন। তদন্ত কমিটি কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণ এর অভিযোগসমুহ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়, তাকে দোষী সাব্যস্ত করে গত ২৪ নভেম্বর, ২০২৪ তারিখের জেপ্রাশিঅ/সদর/বিমা/২০২৪/২৭৪৭/৫ নং স্মারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৪(৩)( গ) মোতাবেক ‘চাকুরি হতে অপসারণ’ গুরুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ সম্বলিত দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ তার কর্মস্থল ও স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রী ডাকযোগে প্রেরণ করা হয়।  তার দন্ড আরোপের প্রস্তাব সম্বলিত দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ, ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে তৎকর্তৃক দাখিলকৃত জবাব মোটেও সন্তোষজনক নয়।
সুতরাং সিরাজগঞ্জ সদর উপজেলার জগৎগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  শ,ম, মাসুদ ইবনে তাহেরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৪(৩) (গ) মোতাবেক ‘চাকরি হতে অপসারণ’ গুরুদন্ড প্রদানসহ আদেশ জারীর তারিখ হতে উক্ত বিদ্যালয়ের পদটিও শূন্য ঘোষণা করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনর রশিদ মঙ্গলবার সন্ধ্যায় এ প্রতিবেদককে  বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে  আনীত অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় তাকে চাকুরী থেকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
Share This