ধামইরহাটে কর্মসংস্থান সৃষ্টিতে সেলুন প্রশিক্ষণ দিচ্ছে মানবসেবা সংগঠন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
সারাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। মেধাবী শিক্ষিতরা কর্মসংস্থান ও চাকুরীর বয়স বৃদ্ধির জন্য যখন আন্দোলন সংগ্রামে রাস্তায় নেমেছে, ঠিক তখন ক্ষুদ্র পরিসরে হলেও কর্মসংস্থান সৃষ্টির এক অনন্য নজির স্থাপন করেছে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
নওগাঁর ধামইরহাটে সামাজিক এই সংগঠনের নাম ‘মানবসেবা’। ধামইরহাট বাজার এলাকায় দক্ষ কয়েকটি সেলুনের দোকানে বেশ কয়েকজনকে দেওয়া হচ্ছে সেলুন এর প্রশিক্ষণ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাসেল মাহমুদ জানান, জাতীয় যুব দিবসের একটি আলোচনা সভায় অংশগ্রহণ করে স্থানীয় ইউএনও মো. মোস্তাফিজুর রহমান এর পরামর্শে উদ্বুদ্ধ হয়ে নিমতলী মোড় ও পোস্ট অফিস রোডে দুটি সেলুনের দোকানে মানবসেবার ব্যবস্থাপনায় পৃথক ভাবে ৪/৫ জনকে সেলুনের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে দক্ষ কারিগর শ্রী মানিক চন্দ্র মালী ও শ্রী উৎপল। রাসেল মাহমুদ আরও জানান, প্রশিক্ষণ শেষে তাদের সেলুন কাজে ব্যবহৃত সকল পন্য মানবসেবা থেকে বিনামুল্যে এককালীন সরবরাহ করা হবে এবং পর্যায়ক্রমে কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।’
সেলুনের কারিগর মানিক চন্দ্র মালী জানান, আমি প্রতিদিন ৭ শত থেকে ১ হাজার টাকার ব্যবসা করি, মানবসেবা উদ্যোগে সেলুনের প্রশিক্ষকের দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি, যারা প্রশিক্ষণ নিচ্ছে তারাও ২ মাস পর আয় করতে পারবে।’
সেলুন প্রশিক্ষণ গ্রহণকারী সঞ্জয় কুমার ও জয় জানান, আমরা বেকার থাকতে চাই না, নিজেও একবার সেলুনে আসলে ১ থেকে দেড়শ’ টাকা খরচ হয়, তাই আমিও সেলুন প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জণ করতে চাই।’
অপর প্রশিক্ষনার্থী অনার্সে অধ্যয়নরত অনিক বলেন,‘আমি বেকার থাকতে চাই না, লেখাপড়ার পাশাপাশি সেলুনের কাজ করে উচ্চতর ডিগ্রী অর্জন করতে চাই।’
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোন কর্মই ছোট নয়, মানুষের জীবনের অর্থনৈতিক মুক্তি এলে জীবন চলার পথ সুগম হয়, আমি উদ্যোক্তা সংগঠন মানবসেবাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তারা উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়েছেন, শুধু সেলুন প্রশিক্ষনই নয়, ইলেক্ট্রিক, গার্মেনস্টসহ কর্মমূখি শিক্ষা ও প্রশিক্ষণই পারে বেকারত্ব দূর করতে।।’