ধামইরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা জাহানপুর ইউনিয়নের অধীন নানাইচ মোড়ে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন, নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এসএম মোস্তাফা আল মামুন, সাধারণ সম্পাদক সফিউল আজম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আনছারী, ধামইরহাট উপজেলার সাংগঠনিক সম্পাদক আবাবিল মোহাম্মদ, জাহানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ফেরদৌস রনি, আহবায়ক সদস্য মো. পলাশ, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ প্রমুখ। নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আনছারী জানান, উপজেলার নানাইচ, সাহাপুর বাজার, বৈদ্যবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাতকুন্ড ও বরথা বাজারে অসহায় সুবিধাবঞ্চিত ১৫০ জনের মধ্যে আমাদের সংগঠনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হবে। নওগাঁ জেলার ৪টি উপজেলায় আমরা এবারে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজে আমরা সাধারণ মানুষের সেবায় কাজ করে থাকি।