বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়ানী পৌরসভায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ও খন্ডকালিন হাট ইজারা 

আড়ানী পৌরসভায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ও খন্ডকালিন হাট ইজারা 

১৬৩ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা পদ্মা নদী ঘেশা বড়াল নদী  হওয়ার সুবাদে ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর হাড় কাপানি শীতের ঠান্ডায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। অবশেষে তাদের পাশে দাড়িয়েছেন উপজেলার আড়ানী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) বিকেলে আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিকেলে আড়ানী পৌরসভার নিম্ন আয়ের মানুষদের মাঝে নিজ হাতে জনগনের দারপ্রান্তে উপস্থিত হয়ে শীত নিবারণের জন্য তিনি কম্বল বিতরণ করেন।
আড়ানী পৌরসভা কতৃক আয়োজিত কম্বল বিতরণে উপস্থিত ছিলেন প্রশাসক, প্রশাসকের সহায়তা কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
আড়ানী পৌর প্রশাসক সাবিনা সুলতানা ডলি বলেন, প্রচন্ড শীতে নিম্ন আয়ের মানুষ যেন শীত নিবারণ করে কিছুটা উষ্ণতা পায়। এ জন্য মাননীয় জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় উপজেলার আড়ানী পৌরসভায় অবস্থিত দুঃস্থদের মাঝে ৫০০ পিচ কম্বল বিতরণ করেছি।
অপরদিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট বাজারের খন্ডকালীন পুনঃ ইজারা দেওয়া হয়েছে। উন্মুক্ত ডাকের মাধ্যমে ২০২৫ সালের ১ জানুয়ারি হতে ১৫ জানুয়ারি পযন্ত আয়কর ভ্যাট ছাড়া ২ লাখ ৩০ হাজার টাকা সবোর্চ ডাক দেয় মিলন দিগো।
Share This