বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর কম্বল বিতরণ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় সিমান্তবর্তী ও পদ্মা নদী ঘেশা উপজেলা হওয়ার সুবাদে ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর হাড় কাপানি শীতের ঠান্ডায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। অবশেষে তাদের পাশে দাড়িয়েছেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার ও সহকারী কমিশনার (ভ‚মি) সাবিহা সুলতানা ডলি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলারধীন বৃদ্ধাশ্রম, এতিম খানা ও নিম্ন আয়ের মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার নিজ হাতে জনগনের দারপ্রান্তে উপস্থিত হয়ে শীত নিবারণের জন্য তিনি কম্বল বিতরণ করেছেন। এ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন এলাকার গরিব-দুঃখি ও খেটে খাওয়া মানুষ।
বাঘার কল্যানী শিশু সদন ও বৃদ্ধা শ্রমের খাদিজা বেওয়া বলেন, আমার প্রতি বছর কম-বেমী সরকারী ভাবে শীত বস্ত্রন(কম্বল) পেয়ে থাকি। তবে এ বছর খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এখানে উপস্থিত হওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, প্রচন্ড শীতে নিম্ন আয়ের মানুষ যেন শীত নিবারণ করে কিছুটা উষ্ণতা পায়। এ জন্য মাননীয় জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমরা বাঘা উপজেলার প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা-সহ বিভিন্ন দপ্তরের অফিসারগনকে সাথে করে বাঘার বৃদ্ধাশ্রম, এতিমখানা এবং আড়ানী রেল স্টেশনের পাশে অবস্থিত গুচ্ছ গ্রামের দুঃস্থদের মাঝে সর্ব সাকুল্যে ২৫০ পিচ কম্বল বিতরণ করেছি।