শার্শায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ভিজিডি’র চাল ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা
যশোর :
যশোরের শার্শার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে কয়েকজন গরীব মহিলার কাছ থেকে সরকারি ভিজিডি’র ২০ চাউল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শার্শা থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন, বাগআঁচড়া ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, হলপট্টির ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, ফয়েজ পাটোয়ারির ছেলে ফারুক হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন ও সাতমাইলের সুরত আলির ছেলে উজ্জল হোসেনসহ আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ইউনিয়ন থেকে ভিজিডি’র চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়ার তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাতমাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন গরীব অসহায় মহিলা। তারা চাল নিয়ে ভ্যান যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে ছিনতাইকারী দলের সদস্যরা যশোর সাতক্ষীরা সড়কের ওই এলাকার ইসমাইল চাঁতালের সামনে থেকে তাদের মারপিট করে ২০ বস্তা ভিজিডির চাউল বহনকারী ভ্যান থেকে চাউল ছিনতাই করে নেয়।
ভুক্তভোগীরা বলেন, আমারা গরীব তাই সরকার থেকে আমাদের ভিডিডির চাউলের কার্ডের মাধ্যমে চাউল দেওয়া হয়। আজ চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সকল চাউল ছিনতাই করে নেয়। আমরা এর সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।
এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা দিয়েছেন। তবে পুলিশ অভিযুক্তদের এখনো আটক করতে পারিনি। চাউল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস জানান, চাউল ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ১৫ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। মামলাটি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।