কাহালু উপজেলা পিএফজির নয়া কমিটি গঠন।।
মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ
কাহালু উপজেলার পিএফজির নয়া কমিটি গঠন করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর প্রেসক্লাবের সভাকক্ষে সমন্বয়কারী এমদাদুল হকের সভাপতিত্বে পিএফজির কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মিপস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর জনাব এস এম শফিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। পিএসজির এমআইপিএস প্রকল্পের সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন মিপস প্রকল্পের বননা তুলে ধরে বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমবাসিডর হান্নান। এম্বাসিডর কবিতা খানম। পিএসজির সদস্য খোরশেদ আলী। পিএসজির সদস্য কাজী শাজাহান আলী। সুজন সভাপতি আবদুস সাত্তার। দুপচাঁচিয়ার পিএফজির সদস্য সুজন ও ভোটার অ্যাওয়ারনেস অ্যান্ড সিটিজেনারি প্রকল্পের সহায়তাকারি মোসাব্বর হাসান মুসা সহ প্রমূখ।
আলোচনা সভার শেষে মোঃ ইমদাদুল হক কে সমন্বয়কারী। ও
অ্যাম্বাসিডর চার জন ১। মমতা আরজু কবিতা, বিএনপি
২। মোঃআব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি ৩।খ ম শামসুল হক, আওয়ামী লীগ ৪। আব্দুল হান্নান, বিএনপিকে এমবাসিডর নিবাচিত করা হয়।