দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কালাম সভাপতি, সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত।।
আজিজুল হক দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ১৫ডিসেম্বর রোববার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার দাস এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি কামরুল হাসান লিটন, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ শিমুল, সাবেক সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, সদস্য আবু রায়হান প্রামামানিক প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আবু কালাম আজাদকে(দৈনিক দুরন্ত সংবাদ) সভাপতি, সুলতান মাহমুদ শিমুলকে(দৈনিক ভোরের দর্পণ) সহসভাপতি, গোলাম মুক্তাদির সবুজকে(দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক জয় যুগান্তর) সাধারণ সম্পাদক, আবু রায়হান প্রামানিককে(দৈনিক নয়া দিগন্ত, দৈনিক উত্তরকোণ) সহসাধারণ সম্পাদক, খাইরুল ইসলাম দেওয়ানকে(দৈনিক চাঁদনী বাজার) কোষাধ্যক্ষ, উজ্জ্বল চক্রবর্ত্তী শিশিরকে(দৈনিক রূপালী বাংলাদেশ) সাংগঠনিক সম্পাদক, আরিফুল ইসলামকে(দৈনিক গণ মানুষের আওয়াজ) প্রচার ও প্রকাশনা সম্পাদক, আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স(দৈনিক কালবেলা, দৈনিক মুক্ত সকাল), কামরুল হাসান লিটন(দৈনিক প্রভাতের আলো), অরবিন্দ কুমার দাস (দৈনিক যায়যায়দিন), শহীদুর রহমান(দৈনিক সংবাদ), আবু রায়হান চৌধুরীকে(দৈনিক আজ কালের খবর)কে সদস্য মনোনীত করে এক বছর মেয়াদী ২০২৫সালের নতুন কমিটি গঠন করা হয়।