বীরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
৪ Views
আমার অধিকারই আমার ভবিষ্যৎ, চাই এবং দরিদ্র-ভূমিহীন জনমানুষের মানবাধিকার নিশ্চিতকরণে জন-কেন্দ্রিক গণতান্ত্রিক কাঠামে ও রাষ্ট্রীয় সংস্কার আমাদের অঙ্গীকার-ঘরে ঘরে মানবাধিকার” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বীরগঞ্জের কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ), ইএসডিও থ্রাইড প্রকল্পের যৌথ আয়োজনে ও হেকস/ইপার সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালী বীরগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজেলা কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায়ের সভাপতিত্বে ও ইএসডিও থ্রাইড প্রকল্পের প্রজেক্ট অফিসার অরুন চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, সিডিএ এর গ্রাম সহায়ক মোঃ আমিনুল ইসলাম, সর্বেশ্ব চন্দ্র রায়, মনিটরিং অফিসার মোঃ রফিকুল ইসলাম। এসময় সিডিএ এর গ্রাম সহায়ক মৌফিল আরা, উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান বিনয় চন্দ্র রায়, নরেন চন্দ্র দাস, ইএসডিও এর মোরশেদ, সুজন, মাহবুব, মমতাজ আলী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমাদের সমাজ কাঠামো আগে ঠিক করতে হবে। আমাদের সমাজ কাঠামো ঠিক করার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। বিশ্বে নিরাপত্তাহীনতা, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও গুমের মত ঘটনার কারণে মানবাধিকার যে সাফল্য অর্জন করেছে তা ম্লান হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেককে এই বিষয়ে সচেতন ও সোচ্চার হওয়ার উচিত। উল্লেখ্য ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।